ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু প্রোগ্রামিং কন্টেস্টের রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল ৫ দিন 

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৫, ১৯ এপ্রিল ২০২১

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিভিশনাল প্রোগ্রামিং কনটেস্টের অনলাইন রেজিষ্ট্রেশনের মেয়াদ আরো পাঁচদিন বৃদ্ধি করা হয়েছে। রেজিস্ট্রেশনের মেয়াদ ২০ এপ্রিলের পরিবর্তে আগামী ২৫ এপ্রিল শেষ হচ্ছে।

হঠাৎ করে পাঁচদিন সময় বাড়ানোর কারণ হিসেবে তানজিম মাহমুদ (সহকারী অধ্যাপক সিএসই বিভাগ) জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনুরোধেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। লকডাউনের কারণে অনেক শিক্ষার্থীরা ঘরে আটকে থাকার কারণে তারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেননি, তাই পুরো কমিটির সাথে অবার নতুন করে আলোচনা করেই সময় বৃদ্ধি করা হয়েছে”। 

পহেলা এপ্রিল থেকে শুরু হওয়া প্রোগ্রামিং কনটেস্টের অনলাইন রেজিষ্ট্রেশন চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। তবে প্রতিযোগীতার তারিখ অপরিবর্তিত থাকবে। আগামী ৩ মে অনলাইনে প্রেগ্রামিং কন্টেস্ট অনুষ্ঠান হবে। রেজিষ্ট্রেশনের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের www.rmstucse.in ওয়েবসাইটে পাওয়া যাবে। 
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি